,

লকডাউনেও বিদেশযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফাইট চলবে

সময় ডেস্ক ॥ করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফাইট বন্ধ থাকলেও বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে ফাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ওই ফাইটে চড়তে আন্তর্জাতিক ফাইটের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিমান বাংলাদেশের বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটের নিয়মিত ফাইট বাতিল ঘোষণা করছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফাইট পরিচালনা করা হবে। এই ফাইটসমূহে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা শুধু যাতায়াতের সুযোগ পাবেন। বিমান জানিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিলকৃত ফাইটসমূহের টিকিটধারী যাত্রীরা বিদ্যমান টিকেটের মাধ্যমে কোনও প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপে)ে ভ্রমণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য বিমানের কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমান ওয়েব সাইটঃিি .িনরসধহ-ধরৎষরহবং.পড়স ফেইসবুক: যঃঃঢ়ং:/িি.িভধপবনড়ড়শ.পড়স/নরসধহনধষধশধ/?সড়ফধষ=ধফসরহথঃড়ফড়থঃড়ঁৎ এ-ও আপডেট তথ্য থাকছে বলে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর