,

মেয়র সেলিমের নিজ উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নিজ উদ্যোগে হবিগঞ্জ পৌর এলাকার যশের আব্দা উত্তর দক্ষিণ এবং গরুর বাজার এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ-কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার রাতে পৌর এলাকার যশের আব্দা উত্তর দক্ষিণ এবং গরুর বাজার এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল এবং আলু। বিতরণ কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, এডভোকেট আফিল উদ্দিন তালুকদার (জিপি) , ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন এবং ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান সমাজ কর্মী আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছা সেবক জালাল শামীম সাকি প্রমুখ। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, – “করোনা মহামারীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই মহামারীর শুরু থেকেই আমি হবিগঞ্জ পৌর এলাকার সুবিধা বঞ্চিত, ক্ষতিগ্রস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি এবং নিজের সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি”।


     এই বিভাগের আরো খবর