,

মাধবপুরে বৌভাতের সকল খাবার এতিমখানায় প্রদান করলেন ইউএনও

বরের বাবাকে অর্থদন্ড

পিন্টু  অধিকারী : করোনা পরিস্থিতিতে বৌভাতের অয়োজন করায় বৌভাতের সকল খাবার এতিমখানায় প্রদান এবং বরের বাবাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এ দন্ডাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সকল ধরণের সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের জৈনিক ব্যক্তি ৫০০ জন মানুষের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, সরকারি বিধি নিষেধ অমান্য করায়  বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৌভাতের খাদ্য সামগ্রী এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নিকটস্থ বুল্লা বাজারে অভিযান পরিচালনা করে জনসাধারণকে মাস্ক পরিধানে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে উৎসাহ প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর