,

নতুন বার্সেলোনার ঝাঁজ টের পেল রিয়াল মাদ্রিদ

সময় ডেস্ক : কাগজে-কলমে ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও বার্সা-রিয়ালের দ্বৈরথ উত্তাপ ছড়িয়েছে পুরো বিশ্বে। গতকাল রোববার নতুন সাইনিং রাফিনহার একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা। প্রাক মৌসুম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। একের পর এক আক্রমণ, উন্মাতাল দর্শক, দুর্দান্ত দূরপাল্লার শটে গোল, রক্ষণভাগের ভুল, দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি—একটা আদর্শ এল ক্লাসিকো হতে যা যা দরকার, সবকিছুই ছিল আজ। কে বলবে, এই ম্যাচটা প্রীতি ম্যাচ ছিল? যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এলিগিয়েন্ট স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রস্তুতিতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের ২৭তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। ডিফেন্ডার লুকাস ভাসকুয়েজ বল দখলে নিয়ে এদের মিলিতাওকে দিয়েছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে রাফিনহার কাছে দিয়ে দেন। আর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। এ ম্যাচে সবাই টের পেল রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, আন্তোনিও রুডিগার, আন্দ্রেয়া ক্রিস্টেনসেন, ফ্র্যাঙ্ক কেসি, অরেলিয়াঁ চুয়ামেনিদের মতো নতুন খেলোয়াড়েরা আসার পর নতুন দিনের ক্লাসিকোর ঝাঁজটা কেমন হতে পারে। নতুন দিনের বার্সেলোনাও আগের চেয়ে কতটা উন্নতি করেছে। রাফিনিয়ার গোলে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলের জয়টাও কী সেই উন্নতিরই প্রমাণ নয়? পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল বার্সেলোনা। ম্যাচের বিভিন্ন সময় ঘুরেফিরে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কেই খেলিয়েছেন দুই কোচ। তাও, রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল একটু। করিম বেনজেমা, দানি কারভাহালের মতো খেলোয়াড়েরা ছিলেন না যে! করিম বেনজেমা না থাকার কারণে মূল স্ট্রাইকার হিসেবে মাঠে নেমেছিলেন এডেন হ্যাজার্ড। হ্যাঁ, সেই হ্যাজার্ড, বিভিন্ন চোটে চোটে গত তিন বছর ধরে জর্জরিত থাকার পর এবার যিনি উঠেপড়ে লেগেছেন কোচের কাছে নিজের গুরুত্ব বোঝানোর জন্য।


     এই বিভাগের আরো খবর