,

বাতিল আর্জেন্টিনা ব্রাজিলের সেই ম্যাচ

সময় ডেস্ক : ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, দুদলের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ এখনো বাকি। সেই ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল ফিফা। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হলো ম্যাচটি আর হচ্ছে না। স্থগিত হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই খবর নিশ্চিত করেছে। গত ৫ সেপ্টেম্বর দুই দক্ষিণ আমেরিকান ফুটবল জায়ান্ট মুখোমুখি হয়েছিল। কিন্তু আর্জেন্টিনার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ব্রাজিলে কোভিড প্রটোকল ভেঙেছেন, এমন অভিযোগ করে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ। ম্যাচ শুরুর কয়েক মিনিট পর তা বন্ধ করা হয়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ২২ সেপ্টেম্বর। কিন্তু দুই দলই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় খেলতে নারাজি জানায়। পৃথক বিবৃতিতে দুই পক্ষই জানায়, ফিফা এই ইস্যুর সমাধান করেছে। দুই ফেডারেশনকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে, যার অর্ধেক দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে এবং বাকি অর্ধেক সরাসরি দিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফার সঙ্গে ঝামেলা মিটেছে। ম্যাচটা আর নতুন করে হবে না।’ আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। ‘জি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষরা হলো সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।


     এই বিভাগের আরো খবর