,

বিশ্বকাপ দলে থাকছেন রিয়াদ! কী বলছে বিসিবি?

সময় ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দুয়েকদিনের মাঝেই দল ঘোষণা করবে বিসিবি। এই দল ঘিরে অন্যতম প্রশ্ন হলো- মাহমুদউল্লাহ রিয়াদ সুযোগ পাবেন কিনা? এশিয়া কাপে ব্যর্থতার পর মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহ তার ‘ভায়রা-ভাই’কে সমবেদনা জানালেও নিজে অবসর নেননি। টানা ব্যর্থতার পরও কি তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে বিবেচনায় আছেন? আসন্ন বিশ্বকাপ দলে কি সুযোগ পাবেন? এমন অনেক প্রশ্ন দেশের ক্রিকেটাঙ্গনে। গতকাল সোমবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের প্রথম দিন শেষে এ বিষয়ে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ সুযোগ পাবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘টু আর্লি টু আন্সার! যেহেতু এখনও রিয়াদ ক্যাম্পে আছে… সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি- রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। ‘
দীর্ঘদিন ধরে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি তিনি এখনো জাতীয় দলের অটো চয়েস? খালেদ মাহমুদ জবাবটা দিলেন ঘুরিয়ে, ‘রিয়াদ যে অটোমেটিক চয়েজ না- সেটাও বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়। ‘
সুজন আরও বলেন, ‘একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। সারা জীবন কেউ থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তবে তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই। পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার উপায় নেই। রিয়াদের এখনও খেলার আগ্রহ ও চেষ্টা আছে। তবে রিয়াদের কাছ থেকে যেটা আশা করি সেটা পাইনি। ছোট ছোট রান আছে, একদম নেই তা না। ২৭ বলে ২৭ আছে, ২২ বলে কিছু রান আছে। তবে রিয়াদ ম্যাচ উইনার। এটা ভুলে গেলে হবে না। আজকেই বলছিলাম- অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডকে যখন হারালাম রিয়াদের সেঞ্চুরি অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের মাটিতে সাকিব-রিয়াদের পার্টনারশিপে নিউজিল্যান্ডকে হারালাম। রিয়াদের এমন কিছু ইনিংস আছে যেখানে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে। এমন একটা খেলোয়াড়কে হুট করে ‘না’ বলতে পারবেন না। ব্যক্তি থেকে দল অনেক বড়।’


     এই বিভাগের আরো খবর