,

যে কারণে অমিতাভের বায়োপিক বানাতে পারছেন না নির্মাতা

সময় ডেস্ক : গেল ১১ অক্টোবর ৮০ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। এদিন বলিউড সহকর্মী, ভক্ত, শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হন অভিনেতা। প্রতিবারই অমিতাভের জন্মদিনে উঠে আসে তাঁর বায়োপিক নির্মাণ প্রসঙ্গ। বলিউডে প্রতিবছরই নানা ধরনের বায়োপিক হয়। যার মধ্যে অবশ্যই আছে রুপালিজগতের তারকাদের জীবন নিয়ে সিনেমা। ফলে অমিতাভের বায়োপিক প্রসঙ্গ আসা অস্বাভাবিক নয়। বায়োপিক নির্মাণের জন্য অমিতাভের জীবনেও রসদের কমতি নেই। ক্যারিয়ারের শুরুতে একের পর এক ফ্লপ হয়েছে তাঁর ছবি, পরে ফিরে এসেছেন দুর্দান্ত প্রতাপে। হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন। অমিতাভের জন্মদিনের উৎসবের আমেজের মধ্যেই তাঁর বায়োপিক নির্মাণ নিয়ে মুখ খুললেন পরিচালক আর বাল্কি। আগে অমিতাভের সঙ্গে ‘পা’, ‘শামিতাভ’ বানিয়েছেন বাল্কি। এখন অভিষেক বচ্চনের সঙ্গে করছেন ‘ঘুমার’ নামে একটি সিনেমার শুটিং।
এক সাক্ষাৎকারে বাল্কি জানিয়েছেন, তিনি অমিতাভের বায়োপিক নির্মাণে আগ্রহী। তবে কেন করছেন না? বাল্কি বলেন, ‘অমিতাভের চরিত্রে কে অভিনয় করবে?’ মূলত এ প্রশ্নেই আটকে আছে অমিতাভের বায়োপিক নির্মাণের উদ্যোগ। অনেকে অবশ্য অমিতাভের চরিত্রে তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নেওয়ার কথা বলছেন। কিন্তু বাল্কি বলছেন, ‘অভিষেক? এটা তো ভাবাই যায় না। অবশ্যই অভিষেক পর্দায় নিজের বাবার চরিত্রে অভিনয় করতে চাইবেন না। তিনি জানেন, পর্দায় তাঁর চরিত্রে অভিনয় অসম্ভব। সেটা তাঁর ছেলে হলেও। যেমন টাইগার শ্রফ কখনো পর্দায় জ্যাকি শ্রফ হতে চাইবেন না বা রাইমা সেন যেমন পারবেন না সুচিত্রা হতো।’ সাক্ষাৎকারে বাল্কি জানিয়ে দেন, উপযুক্ত অভিনেতা না পেলে অমিতাভ বচ্চনের বায়োপিক করার চিন্তা মাথায় আনছেন না তিনি।


     এই বিভাগের আরো খবর