,

‘বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে খেলিয়ে যাওয়া বড় ভুল হবে’

সময় ডেস্ক : ইনজুরির কারণে একের পর এক সিরিজ মিস করেছেন পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি। এর মাঝে এশিয়া কাপ, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ আছে। তাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ জিতেছিল পাকিস্তান, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনকে বাইরে রাখা ছিল কল্পনারও বাইরে। কিন্তু শাহিন কি সত্যিই ফিট?
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাতেই এতগুলো সিরিজ না খেলিয়ে শাহিনকে সুস্থ করে তোলা হয়েছে।
কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তেমন কিছুই করতে পারেননি আফ্রিদি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ম্যাচটি ৪ উইকেটে হেরে যায় পাকিস্তান। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ মনে করেন, শাহিনকে আর খেলানো ঠিক হবে না।
জিও টিভিকে আকিব জাভেদ বলেছেন, ‘নাহ, ওকে শতভাগ ফিট মনে হয়নি। শাহিন যখন প্রথম বলটা করার জন্য দৌড় শুরু করল, আমার মনে হচ্ছিল, সব ঠিক আছে তো? শুরুতে ওর সেই গতি, সেই হাত ঘোরানো কিন্তু এখানে ওর গতি কম মনে হচ্ছিল। দৌড়াতে স্বাছন্দ্যবোধ করছিল না। এখন যদি সে আগের মতো দৌড়াতেই না পারে, তাকে খেলানো বড় ভুল হবে। ’


     এই বিভাগের আরো খবর