,

চ্যাম্পিয়নস লিগের ড্র :: মুখোমুখি পিএসজি-বায়ার্ন, রিয়াল-লিভারপুল

সময় ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। শেষ ষোলোতেই মুখোমুখি হতে যাচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। অন্যদিকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। আজ সোমবার সুইজারল্যান্ডের নিয়নে ২০২২-২৩ আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই শুরু হলো শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ের ক্ষণগণনা।
গত মৌসুমে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাই শেষ ষোলোর ম্যাচটি লিভারপুলের জন্য প্রতিশোধের। আর রিয়ালের জন্য শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। অন্যদিকে ২০২০ সালে বায়ার্নের কাছেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিল পিএসজি। তাই লিভারপুলের মতো বায়ার্নের জন্যও এটি প্রতিশোধের ম্যাচ।
এই চার শীর্ষ দল বাদ দিলে বাকি ম্যাচগুলোও কম জমজমাট নয়। এসি মিলান-টটেনহাম, বরুসিয়া ডর্টমুন্ড-চেলসি, ফ্রাঙ্কফুর্ট-নাপোলির লড়াইগুলোও হবে সমানে সমানে। ম্যানচেস্টার সিটির প্রতিদ্বন্দ্বী লাইপজিগ দল হিসেবে কিছুটা দুর্বল হলেও চমকে দিতে পারে। তবে শেষ ষোলোতেই বড় দলগুলোর বাদ পড়ার শংকা থাকায় ফুটবলপ্রেমীরা খুব একটা খুশি হতে পারছেন না।
দেখে নিন শেষ ষোলোর সূচি- আরবি লাইপজিগ : ম্যানচেস্টার সিটি, ব্রুগা : বেনফিকা, লিভারপুল : রিয়াল মাদ্রিদ, এসি মিলান : টটেনহাম, ফ্রাঙ্কফুর্ট : নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড : চেলসি, ইন্টার মিলান : পোর্তো, পিএসজি : বায়ার্ন মিউনিখ।


     এই বিভাগের আরো খবর