,

এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলসের কিপার হেনেসি

সময় ডেস্ক : বিশ্বকাপে ফের এশিয়ার রূপকথা। সৌদি, জাপানের পর এবার জয় পেল ইরান। গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিল তারা। এরই মধ্যে এই ম্যাচে হয়ে গেল চলতি বিশ্বকাপের প্রথম লাল কার্ড। ওয়েলসের গোলরক্ষক ওয়াইন হেনেসিকে ভিআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান মাঠের রেফারি।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে। ইরানের হয়ে দারুণ সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন তারেমি। ক্ষীপ্র গতিতে ওয়েলসের জালের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন ভুল করে বসেন ওয়েলস কিপার হেনেসি। বক্সের বাইরে ছুটে এসে তারেমির গতি রোধ করতে গিয়ে পা উচিয়ে বলে শট নিতে গিয়েছিলেন। তাতে তারেমির ওপর পড়ে যান ওয়েলস গোলকিপার। বিধিবহির্ভুত হওয়ায় রেফারি শুরুতে হলুদ কার্ড দিয়েছিলেন। তার পর রিভিউ দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় হেনেসিকে। যা কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডও।
এই নিয়ে বিশ্বকাপ ফুটবলে ইতিহাসের তৃতীয় গোলরক্ষক হিসেবে লালকার্ড দেখলেন হেনেসি। এর আগে ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন সাউথ আফ্রিকার ইতুমেলেং খুনে। প্রথম গোলরক্ষক হিসেবে নরওয়ের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ লাল কার্ড পাওয়া ফুটবলার ছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিউকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের কপাল খুলে যায়। ডি বক্সের বাইয়ে থেকে ডান পায়ে ডিফেন্ডার রুজবেহ চেশমি নজরকাড়া শটে গোল করলে আনন্দে ভাসে কুইরোজের দল।


     এই বিভাগের আরো খবর