,

আইডব্লিউ মিঠুনের গ্যাড়াকলে পড়ে শায়েস্তাগঞ্জ জংশনের অবস্থা নাজুক

জুয়েল চৌধুরী ॥ সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশন নানা সমস্যায় জর্জরিত। শুধু তাই নয় এখানে বিভিন্ন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই চুরি ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে। আবার যে কয়টি ভিআইপি বিশ্রামাগার রয়েছে সেগুলোও অকেজো। যাত্রীদেরকে ব্যবহার করতে না দিয়ে স্টাফরা ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন শায়েস্তাগঞ্জ জংশন থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ১৫-২০টি ট্রেন যাতায়াত করে। আর এসব ট্রেনের যাত্রী দিনে রাতে ৫ শতাধিকেরও বেশি হয়ে থাকে। অনেকেই বিশ্রামাগারে বসতে না পেরে বাহিরে বসে ট্রেনের জন্য অপেক্ষা করে। আর ছিনতাইকারীরা এ সুযোগ কাজে লাগিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটিতে থাকলেও রাতে ডিউটি অবস্থায় ঘুমিয়ে পড়েন। রাত ১০টার পর থেকেই ছিনতাইকারীরা স্টেশনে অবাধে বিচরণ করে। সুযোগ বুঝেই এসব করে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বিশ্রামাগারের পানি, টয়লেটসহ বিভিন্ন ব্যবহারের জিনিস বিকল হয়ে আছে। দীর্ঘদিন পার হলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। এগুলোর দায়িত্বে আছেন উর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পূত) আইডব্লিও মিঠুন দাস। তিনি মাসের পর মাস আখাউড়ায় অবস্থান করেন। শায়েস্তাগঞ্জের প্রতি তার কোনো দায়িত্ব নেই। এ কারণেই দিনের পর দিন এসব বিকল হয়ে যাচ্ছে। তাই যাত্রীদের দাবি অচিরেই যদি এগুলোর মেরামত বা সংস্কারের উদ্যোগ না নেয়া হয় ঐতিহ্য হারাবে স্টেশনটি।


     এই বিভাগের আরো খবর