,

ব্রাজিলের ভক্তদেরও প্রথম পছন্দের কোচ আনচেলত্তি

সময় ডেস্ক : ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে পছন্দ অনেকের। শুধু রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলের ফুটবলাররা নন অন্য ক্লাবে খেলা ব্রাজিলিয়ানরাও তাকে পছন্দ করেন। এই যেমন ম্যানসিটি গোলরক্ষক এদেরসন মোরালেস। তিনি চান, রিয়াল মাদ্রিদ দ্রুত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিক। লস ব্লাঙ্কোসরা তাকে কোচের পদ থেকে বরখাস্ত করুক। যাতে কার্লো দ্রুত ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন। শুধু ফুটবলাররা নন ভক্তরাও চান ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কার্লো আনচেলত্তি দায়িত্ব নিক। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো এমনটাই দাবি করেছেন।
যেখানেই যান ভক্তরা কার্লো আনচেলত্তির বিষয়ে জানতে চান বলেও উল্লেখ করেছেন এডনাল্ডো, ‘খেলোয়াড়দের মধ্যে কার্লোকে নিয়ে সম্মানবোধ প্রবল। রোনালদো নাজারিও থেকে ভিনিসিয়াস, যারা তার অধীনে খেলেছেন, সকলেই তার প্রশংসা করেন।’ তিনি বলেন, ‘তার কাজ এবং ধারাবাহিক সাফল্যের জন্য আমিও কার্লোর প্রশংসা করি। তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শীর্ষ পর্যায়ের কোচ তিনি। অনেকগুলো শিরোপা জিতেছেন। আমরা মনে করি, তার আরও অনেক কিছু অর্জন করার আছে।’
এডনাল্ডো বলেন, ‘আনচেলত্তি শুধু খেলোয়াড়দের নয় ভক্তদেরও পছন্দের কোচ। ব্রাজিলের যেখানেই যাই, যে স্টেডিয়ামেই পা রাখি, ভক্তরা আমার কাছে আনচেলত্তির বিষয়ে জানতে চান। খুব সম্মানের সঙ্গে তাকে নিয়ে কথা বলেন। ঈশ্বরে ভরসা রাখুন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। দেখা যাক কী হয়।’
লিওনার্দো বাচ্চি তিতে কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করেছেন। কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা বিদায় নেওয়ার পরই তার সঙ্গে কনফেডারেশনের চুক্তি শেষ হয়। সংবাদ মাধ্যম দাবি করেছে, ব্রাজিলের পরবর্তী কোচের শর্টলিস্টে এখন কেবল কার্লো আনচেলত্তিই আছেন।


     এই বিভাগের আরো খবর