,

মুস্তাফিজ ‘আউট অব ফর্ম’ মানতে নারাজ হাথুরু

সময় ডেস্ক : আইপিএলে এবারের মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। তবে এখন পর্যন্ত মোটে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগার এই পেসার। দুই ম্যাচেই তিনি ছিলেন বিবর্ণ। প্রথম ম্যাচে ১ উইকেটে ৩৮ রান দেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪১ রানে ছিলেন উইকেটশূন্য। এরপর আর সুযোগ মেলেনি। সামনে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, ভারতের মাটিতে আছে ওয়ানডে বিশ্বকাপ। এমন সময়ে মুস্তাফিজের এই ফর্ম বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয় কিনা? বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য মানতে রাজি নন মুস্তাফিজ ফর্মে নেই। সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে, কেমন পারফর্ম করে।’
এদিকে আইপিএলে এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া লিটন দাসও। পারিবারিক কারণে তিনি ফিরে এসেছেন দেশে। তার ফেরা নিয়ে হাথুরুসিংহে বেশি কিছু বলতে পারলেন না, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম যে লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’


     এই বিভাগের আরো খবর