,

লিটনের ঘটনা দেশের জন্য ‘লজ্জাজনক’ :: বিসিবির দুঃখপ্রকাশ

সময় ডেস্ক : পুনের টিম হোটেলে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। নিরাপত্তাকর্মী ডেকে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও পরে এই ঘটনায় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সংবাদকর্মীদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় দুঃখপ্রকাশ করেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ওপেনার দাবি করেছেন, লবিতে প্রচুর সাংবাদিক ছিলেন তা বুঝতে পারেননি তিনি।
নিজের ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
এই ঘটনায় বাংলাদেশ দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পুনেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘটনায় দুঃখিত। পাশাপাশি ঘটনাটি দেশের জন্যও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ। যদিও এটি লিটন ইচ্ছাকৃতভাবে করেননি বলে মনে করেন তিনি।
সুজন আরও বলেন, ‘আমাদের সবার কাছেই এটা অপ্রত্যাশিত। এরকম লিটন কীভাবে বলল! লিটনের সাথে আজ সকালেও কথা বলেছি আমি। সে বলেছে, আমি কাউকে ছোট করতে চাইনি। আসলে আমার ভুল হয়েছে, আমি অস্বস্তিতে ছিলাম; ক্যামেরা মুখের সামনে নিয়ে আসছিল বারবার।’
অবশ্য লিটনের এমন আচরণের পেছনে তার সাম্প্রতিক ব্যর্থতাও কারণ হিসেবে থাকতে পারে বলে মনে করেন মাহমুদ। বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘যেটা হয়, কোনো দল হারলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে। নিজেদের গুটিয়ে রাখতে চায়। আমরা চেষ্টা করছি একসঙ্গে বাইরে গিয়ে ডিনার করার এবং সবকিছু করার। তবে দিন শেষে শারীরিক চাপের চেয়েও মানসিক চাপটা অনেক বেশি। রান করতে পারছে না সেটা সমস্যা তৈরি করছে। ওই সব কারণে কিছু হয়েছে কি না, জানি না। কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট দল এবং বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আপনারা বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়ে বাকি ৬ ম্যাচেও সমর্থন করবেন, যাতে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারি।’


     এই বিভাগের আরো খবর