,

শাকিবের রেকর্ড, শুভর মুজিব হয়ে উঠা, হিন্দিতে বাধন-জয়া নিশো ও ফারিণের অভিষেক

সময় ডেস্ক : অন্যান্য বছরের মতো বিনোদন জগতের তারকাদের জন্য ২০২৩ সাল ছিল ঘটনাবহুল। ব্যতিক্রমী আয়োজন, সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে নতুন পথে পা বাড়ানো, কাজের স্বীকৃতি, অর্জন এবং ব্যক্তিজীবন নিয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন অনেকে। ১০ আলোচিত ঘটনা নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন।
রেকর্ডসংখ্যক হলে ‘মুজিব : একটি জাতির রূপকার’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে দেড় শতাধিক হলে। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে দেশ-বিদেশের দুই শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। দেশে মুক্তির আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর বাণিজ্য শাখায় এ সিনেমার প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
জয়া-বাঁধনের বলিউড যাত্রা : চলতি বছর বলিউডে যাত্রা শুরু করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। টালিউডের পর গত ৮ ডিসেম্বর বলিউডে অভিষেক হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমা। সিনেমায় ‘নয়না’ চরিত্রে অভিনয় করছেন জয়া। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধনের অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিনেমা ‘খুফিয়া’। বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ এটি নির্মাণ করেছেন। সিনেমায় বাঁধনের সঙ্গে ছিলেন বলিউডের টাবু।
নিশো-ফারিণের চলচ্চিত্র যাত্রা : চলতি বছর আফরান নিশো-তাসনিয়া ফারিণের চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক হয়েছে। নাটক, ওয়েব সিরিজ দিয়ে অনেক আগেই দর্শক মন জয় করেছেন তারকা অভিনেতা নিশো। গত কোরবানির ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারিণ ওয়েব দুনিয়ায় দর্শকের ভালোবাসা পেয়ে আসছিলেন। গত ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আরো এক পৃথিবী’। কলকাতার বরেণ্য নির্মাতা অতনু ঘোষের হাত ধরেই তাঁর রুপালি যাত্রার অভিষেক হয়েছে।
প্যান ইন্ডিয়ান সিনেমায় শাকিব খান-মিম : প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান ও অভিনেত্রী হিসেবে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন। গত ২০ অক্টোবর থেকে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাকিব। অনন্য মামুনের এ সিনেমায় শাকিব খানের নায়ক সোনাল চৌহান। বিদ্যা সিনহা মিম অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১৫ ডিসেম্বর। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় মিমের নায়ক জিৎ।
ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় : ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় ছিলেন অপু বিশ্বাস, শবনম বুবলী, পরীমণি, শরিফুল রাজ, কৌশিক হোসেন তাপস ও জায়েদ খান। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক যে ভালো নয়, অনেক আগেই প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীদ্বয় দু’জন দু’জনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বছরজুড়েই আলোচনায় ছিলেন। সংসার, দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে পরীমণি ও শরিফুল রাজকে ঘিরেও আলোচনা কম হয়নি। এলোমেলো মন্তব্য ও ডিগবাজি দিয়ে আলোচনার খোরাক হয়েছেন জায়েদ খান। বছরের শেষের দিকে সংগীতশিল্পী ও গান বাংলার কর্ণধার তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাসে তাপস-বুবলীর প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়েও বেশ চর্চা হয়েছে।
তিন অভিনেত্রীর চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ : রোজিনা, অরুণা বিশ্বাস, হৃদি হক– নন্দিত তিন অভিনেত্রী এ বছর আত্মপ্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। গত ১৬ জুন মুক্তি পায় রোজিনা পরিচালিত চলচ্চিত্র ‘ফিরে দেখা’। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ। হৃদি হকের নির্মিত প্রথম ছবি ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পায় চলতি বছরের ১৮ আগস্ট। অন্যদিকে নাটক ও স্বল্পদৈর্ঘ্যের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তাঁর পরিচালিত ‘অসম্ভব’ ছবিটি মুক্তি পায় ৩ নভেম্বর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সোহানা সাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত তিনটি ছবিতেই উঠে এসেছে মুক্তিযুদ্ধের পটভূমি।
সেলিব্রিটি ক্রিকেট লিগ : বিনোদন জগতের তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। উদ্দেশ্য ছিল, এই আয়োজনের মধ্য দিয়ে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরুর দিকে দারুণ সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। তবে লিগ চলাকালীন হঠাৎ ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলোয়াড়দের বাগ্?বিতণ্ডায় মেতে ওঠা এবং তা হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ায় এ আয়োজন সমালোচনার মুখে পড়ে। লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের কে তারকা, কে তারকা নয়– তা নিয়েও ওঠে প্রশ্ন; যার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়। তাই বার্ণাঢ্য এই আয়োজন শেষমেশ বর্ণহীন হয়ে পড়ে।
বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমা : বিশ্বের বিভিন্ন দেশে ক্রমাগত বেড়ে চলেছে বাংলাদেশের সিনেমার দর্শক, যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে দেশীয় সিনেমায় নবজাগরণের আভাস পাওয়া গেছে। দর্শক ও প্রদর্শনীর সংখ্যায় এ বছর নতুন রেকর্ড তৈরি হয়েছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘প্রিয়তমা’, ‘সুরঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘জেকে ১৯৭১’-সহ বেশ কিছু ছবি বিশ্ববাজারে দারুণভাবে সাড়া ফেলেছে।
অভিনয়ে মোস্তফা সরয়ার ফারুকীর অভিষেক : দেশীয় সিনেমার বাঁক বদলে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাদের অন্যতম। এ বছর শুধু পরিচালক নয়, নিজের অভিনেতা পরিচয়ও তুলে ধরেছেন তিনি। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নামের ওয়েব ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক ঘটেছে তাঁর। ৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফারুকী নিজে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দেশে ভারতীয় সিনেমা মুক্তি : সাফটা চুক্তির আওতায় বিভিন্ন সময় এ দেশে ভারতীয় ছবি মুক্তি দেওয়া হয়েছে। তবে ধারাবাহিকভাবে ভারতীয় ছবি মুক্তি দেওয়ার নজির এই প্রথম। চলতি বছর ভারতসহ বিভিন্ন দেশে সাড়া জাগানো শাহরুখ খান অভিনীত দুই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি দেওয়া হয়, যা এ দেশের দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলে। এরপর পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয় ‘অ্যানিম্যাল’ ও কলকাতার বাংলা ছবি ‘মানুষ’। এর চেয়ে বড় বিষয় হলো, একই দিনে ভারতের পাশাপাশি বাংলাদেশেও ছবি মুক্তির নতুন উদাহরণ তৈরি হয়েছে চলতি বছর।


     এই বিভাগের আরো খবর