,

আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে -বাপ্পী

সময় ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। সিনেমাটিতে অভিনয়ের জন্য কদিন আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পী চৌধুরী। তবে এবার শোনা গেলো, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা। তাঁর এই সিনেমায় অভিনয় না করা নিয়ে চলছে নানা বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সিনেমাটি থেকে সরে যাওয়ার কারণ জানালেন এই অভিনেতা। বাপ্পী জানান, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে আরও একটি মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বাপ্পীকে। প্রতারণার অভিযোগ তুলে বাপ্পি বলেন, ‘অপারেশন জ্যাকপট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য।
কিন্তু শুরুর দিকে আমাকে সিনেমা সংশ্লিষ্টরা যেসব কথা বলেছিলেন পরে আমি তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। আমাকে মৌখিকভাবে যা বলেছিল সেটা বিশ্বাস করে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন চিত্রনাট্য পাই তখন মনে হয় কাজটি করা আমার মোটেও উচিত হবে না। তাদের ওপর আস্থা রেখেই সিনেমাটা সাইন করেছিলাম। কিন্তু পরে খানিকটা বাধ্য হয়েই সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হল।’
বাপ্পি আরও বলেন, ‘টাকার চেয়ে আমার কাছে বড় আমার ভক্তরা। তাই ভক্তদের প্রত্যাশা পূরণের জন্য টাকার চেয়ে একটি ভালো চরিত্রকেই আমি গুরুত্ব দেব একটি সিনেমায়। ভক্তরা পাশে থাকলে আর ভালো চরিত্রে অভিনয় করলে টাকার অভাব হবে না।’
কিছু অনলাইন পোর্টালে বাপ্পিকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে বলে দাবী এই অভিনেতার। কেউ যেন নিজ স্বার্থে ভুলভাল নিউজ না প্রকাশ করেন, এমনও আহবান জানান তিনি। পাশাপাশি এও জানান, অন্তর শোবিজের সঙ্গে এবং সিনেমার সঙ্গে জড়িত সবার সঙ্গেই তার সম্পর্ক ভালো আছে।
গেল ঈদুল ফিতরে বাপ্পী অভিনীত ‘শত্রু’ ছবি মুক্তি পেলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। বছর খানেক ধরে নতুন কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়নি বাপ্পির। এছাড়াও তার অভিনীত প্রায় পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায়। ভালো গল্প ও চরিত্রের অপেক্ষা করছেন জানিয়ে বাপ্পি বলেন, ‘দরকার হলে আরও দেরি করবো কিন্তু ভালো ছবি ছাড়া করবো না। আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের হতাশ করতে চাই না।’
বাপ্পি লাইভে আরও জানান, সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই তার পিছনে লেগেছে। তিনি বলেন, ‘আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রির লোকসান, ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে। সিনেমা ইন্ডাস্ট্রি আগাতে হলে বছরে দুটো ছবি হিট হলে চলবে না, বাণিজ্যিক ধাঁচের কমপক্ষে পাঁচ-সাতটি ছবি চলতে হবে। সুতরাং অযথা আমার পিছনে না লেগে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবুন। আমি বিশ্বাস করি, আমাদের বাংলা সিনেমার মার্কেট একদিন হাজার কোটি টাকা হবে।’
জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি আগামী ২৯ ডিসেম্বর থেকে এফডিসির ২ ও ৭ নম্বর ফ্লোরে শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন রাজীব কুমার। এরই মধ্যে অভিনেতা-অভিনেত্রীও চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজ।


     এই বিভাগের আরো খবর