মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের বেজুড়ায় হাই ওয়ের পাশে কুমিল্লার মালিকানাধীন নুরজাহান হোটেল এখন অসামাজিক কাজের আখড়া। স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, বেজুড়া জগদীশপুর নোয়াপাড়ার কিছু দালাল চা শ্রমিক পোশাক শ্রমিক থেকে শুরু আশে পাশের গ্রামের প্রেমিক যুগলরা এই হোটেলে মোটা অংকের টাকার বিনিময়ে রাত্রি যাপন করে। সন্ধ্যার পর দেখা বিভিন্ন বয়সী পুরুষের আনাগোনা। বিভিন্ন সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অনকে যুবক যুবতী পুলশিরে কাছে আটক হয়েছে। কিন্তু থেমে থাকেনি তাদের অসামাজিক ব্যবসা। এক সময় দুর পাল্লার বিভিন্ন পরিবহন এই হোটেলে যাত্রা বিরতি দিত। পাশাপাশি আল আমিন এবং হাই ওয়ে ইন হোটেলের পরিবেশ, খাবারের মান ও সুলভ মূল্যে খাবার পাওয়া যায় বলে এই হোটেলের কদর এখন আর নইে। স্থানীয়দের দাবী সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এই ধরনের অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে এমনটাই প্রত্যাশা সবার।
Leave a Reply