,

শচীন্দ্র কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর নাগুড়া এলাকায় অবস্থিত শচীন্দ্র কলেজের নাম পরিবর্তন সহ বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে কলেজের সামনে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ পালনকালে রাস্তার উভয়  পাশে শতশত যান আটকা পরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সমাবেশে কলেজের শিক্ষার্থীরা বলেন, শচীন্দ্র লাল সরকার জীবনের সর্বস্ব দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছেন। হবিগঞ্জ-২ আসনের  এম.পি এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও কলেজের পুকুর  লিজ দেয়াসহ নানা অনিয়ম করে আসছেন। বিভিন্ন অনিয়মে বাঁধা দেয়ায় প্রতিষ্ঠাতাকে কমিটি থেকে বের করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বক্তারা অবিলম্বে শচীন্দ্র কলেজের নাম স্থায়ীকরণের দাবি জানান। উল্লেখ্য, ১৯৯৮ সালে শচীন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন স্থানীয় ব্যবসায়ী শচীন্দ্র লাল সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.