,

ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসীল ঘোষণা ৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল ॥ ২২ নভেম্বর নির্বাচন

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে। কলেজের এডহক কমিটির সভাপতি নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এই তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৫ নভেম্বর ২০১৪ ইংরেজী। ৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ ৮ নভেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ নভেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১১ নভেম্বর এবং ২২ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্টিত হবে। কলেজ সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বিধিগত অভিবাবকদের মধ্যে হতে ৩ জন অভিবাবক প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে উপরোক্ত তফসীল ঘোষনা করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এডহক কমিটির সকল সদস্য, অভিবাবক সদস্যসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯’শ ২৭জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.