March 23, 2025, 1:55 pm

উপজেলায় মাদক ব্যবসা, সেবন জুয়া ও দাঙ্গা বন্ধে কঠোর ব্যবস্থা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া ও দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। উপজেলা পরিষদের ভেতরে কোন সন্ত্রাসী কার্যকলাপ ও বিনা প্রয়োজনে ঘুরাফেরা করা ঠেকাতে হবে। গতকাল সোমবার সকাল ১১টায় বাহুবল উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, মাওঃ তাজুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.