March 23, 2025, 1:15 pm

মহান মে দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জে র‌্যালি ও সমাবেশ

সংবাদদাতা :: মহান মে দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে শায়েস্তাগঞ্জ নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতি। গত বুধবার ১লা মে সকাল ১০টায় পৌর শহরে নির্মাণ শ্রমিক অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে হাজারো নির্মাণ শ্রমিকরা বের হয়ে শহরের প্রত্যেক সড়কে প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে সমাবেশ ও রেলওয়ে পার্কিং এর এসে সমাপ্ত করে। নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতি শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন, বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মেসার্স কাশেম ট্রেডার্সের প্রোঃ শিবলু মিয়া। এছাড়া সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সারাজ মিয়া, সফিক মিয়া, শাহিন মিয়া, নূর ইসলাম, এমরান মিয়া, মকসুদ আলী, আব্দুল আলী, মানিক মিয়া, জাহেদ আলী, ফুল মিয়া, আব্দুল কদ্দুস, ইয়াদুল মিয়া, রুবেল মিয়া, মুখলিছ মিয়া, তারেক মিয়া, দুলাল মিয়া, সাবেক মেম্বার কুতুব আলী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.