স্টাফ রিপোর্টার ॥ গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়েছ। উক্ত সভায় যুবকদের উন্নত মানের প্রশিক্ষণের লক্ষ্যে একটি সিদ্ধান্ত উপস্থাপন করেন হবিগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এম.পি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এতে সবাই সম্মতি জ্ঞাপন করেন। কেয়া চৌধুরীর প্রস্থাবের ভিত্তিতে যুব প্রশিক্ষণার্থীদের খাবারের জন্য জন প্রতি দৈনিক ৪০ টাকা অর্থাৎ ১২০০ টাকার পরিবর্তে দৈনিক ১০০ টাকায় অর্থাৎ মাসিক ৩০০০ টাকায় উন্নীত করার বিষয়টি স্থায়ী কমিটির বৈঠকে সর্ব সম্মতি হিসাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রস্থাবের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্থায়ী কমিটির পক্ষ থেকে অর্থ বিভাগে প্রেরণ করা হয়েছে। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরে ২৬টি জেলা ও পরবর্তীতে ৮টি জেলায় স্থাপিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের ১৫২৩ টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের জন্য তিনি প্রস্থাব রাখেন। সকলের সামনে উপস্থাপন করেন নারী সাংসদ কেয়া চৌধুরী। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এম.পি। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রী বিরেন শিকদার প্রতিমন্ত্রী, আরিফ খান জয় উপমন্ত্রী, গোলাম ফারুক খন্দকার এম.পি, মোঃ কবিরুল হক এম.পি, নাহিদ রাজ্জাক এম.পি, এ.এম নাঈমুর রহমান এম.পি, মোঃ মাহবুব আলী এম.পি এবং কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply