March 23, 2025, 3:16 pm

আফ্রিদিকে মানসিক রোগী বললেন গম্ভীর

সময় ডেস্ক :: শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকেই একের পর এক বোমা ফাটছে। নিজের আসল বয়স জানানোর পাশাপাশি ২০১০ সালের স্পট ফিক্সিং নিয়েও এই বইয়ে মুখ খুলেছেন আফ্রিদি। শুধু কী তাই? সে বইয়ে পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের কঠোর সমালোচনাও করছেন সাবেক এ অলরাউন্ডার। গম্ভীর সেই সমালোচনার জবাবে আফ্রিদিকে সরাসরি মানসিক রোগী না বললেও বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের সাবেক অধিনায়কের চিকিৎসা প্রয়োজন। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী গম্ভীরের ব্যক্তিত্ব নেই এবং আচরণগত সমস্যা আছে বলে আত্মজীবনীতে মন্তব্য করেছেন আফ্রিদি। তাঁর ভাষায়, ‘কিছু দ্বৈরথ ব্যক্তিগত, কিছু পেশাদার। তাঁর কোনো ব্যক্তিত্ব নেই। ভালো কোনো রেকর্ড নেই, শুধু আচরণগত সমস্যা ছাড়া। করাচিতে আমরা এ ধরনের মানুষকে “সারইয়াল”(জ্বলিত) বলি। আমি সুখী ও ইতিবাচক মানুষ পছন্দ করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সমস্যা নেই। কিন্তু আপনাকে ইতিবাচক থাকতে হবে, গম্ভীর তেমন নয়।’ ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়িয়ে পড়া গম্ভীর আফ্রিদির এই কথার জবাব দিয়েছেন আজ টুইটারে, ‘আফ্রিদি, তুমি এত উচ্ছল মানুষ! সে যাক গে, আমরা চিকিৎসার জন্য এখনো পাকিস্তানিদের ভিসা অনুমোদন দিই। আমি ব্যক্তিগতভাবে তোমাকে একজন মানসিক রোগের চিকিৎসকের কাছে নিয়ে যাব।’ গম্ভীরের এ মন্তব্যের পর কারও বুঝতে বাকি থাকে না, আফ্রিদিকে কী ভেবে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছেন। মাঠ ও মাঠের বাইরের গম্ভীরের সঙ্গে আফ্রিদির সম্পর্ক কখনো ভালো ছিল না। ২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডেতে মাঠের মধ্যে বিরোধে জড়িয়ে দুজনেই আচরণবিধি ভেঙেছিলেন। ওই ঘটনার পর বেশ কয়েকবার বাগযুদ্ধে লড়েছেন দুই সাবেক ক্রিকেটার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.