March 19, 2025, 12:20 am

সুতাংয়ে সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান ॥ অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জের সুতাং বাছিরগঞ্জ বাজার ও চাঁনপুর গ্রামের পার্শ্ববর্তী সরকারী খাল দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করা হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার শত-শত নারী পুরুষসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। জানা যায়, ওই এলাকার সুতাং বাছিরগঞ্জ বাজার ও চাঁনপুর গ্রামের পার্শ্ববর্তী সরকারী খালটি বেশ কিছু দিন পুর্বে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে দখল করে নেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল। আর অবৈধ স্থাপনার ফলে পানি নিষ্কাশনে বিঘœ ঘটে। অল্প বৃষ্টি হলেই চানপুর গ্রামের প্রধান দুই রাস্তা তলিয়ে যায় পানিতে। সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এতে করে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনসাধারণদের। চলাচলের অযোগ্য হয়ে পড়ে ওই গ্রামের একমাত্র রাস্তাটি। এছাড়াও পানি আটকে থাকার কারণে পানি বাহিত রোগও ছড়াচ্ছে ওই এলাকার জনসাধারণের মধ্যে। তাই দ্রুত খালটি দখল মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের প্রতি দাবী জানিয়েছেন শত শত এলাকাবাসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.