March 22, 2025, 7:28 pm

চুনারুঘাটে ধর্ষনের অভিযোগে ৩ জনকে আসামী করে মামলা

সংবাদদাতা ॥ চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার ঘটনায় ৩ জনকে আসামী করে কোর্টে মামলা দায়ের করেছে ধর্ষিতার মাতা মায়া বেগম। নারী ও শিশু নির্যাতন দরখাস্ত মামলা নং- ১১৫/১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০। আসামীরা হলেন উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ওয়াসিম মিয়া (২৮), আলমগীর (২৩), মৃত আঃ হাসিমের পুত্র হিরাজ মিয়া (২৫)। মামলার বিবরণে জানা যায়, মামলার বাদীনি মায়া বেগমের বাড়িতে ওয়াসীম মিয়ার আসা-যাওয়ার সুবাদে মায়া বেগমের কন্যার প্রতি আসামী ওয়াসিমের কু-নজর পড়ে। মায়া বেগম ঘটনা টের পেয়ে ওয়াসিম মিয়াকে তার বাড়িতে আসতে বারণ করলে ওয়াসিম মিয়া এতে ক্ষীপ্ত হয়ে সময়-সুযোগের অপেক্ষা করতে থাকে। গত ১৩ মে সোমবার রাত সাড়ে ৭টার দিকে মায়া বেগমের বাড়িতে তার স্বামী না থাকার সুযোগে ও ঘরের দরজা খোলা পেয়ে ওয়াসিম মিয়া মায়া বেগমের বসতঘরের উত্তরের রুমে প্রবেশ করিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার জন্য ঝাপটাইয়া ধরিয়া ভিকটিমকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ভিকটিমের মাতা মায়া বেগম বাদী হইয়া গত ২০ মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাইকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ওয়াসিম মিয়া (২৮), আলমগীর (২৩), মৃত আব্দুল হাসিমের পুত্র হিরাজ মিয়া (২৫)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মামলার বাদীনি মায়া বেগম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.