March 23, 2025, 2:14 pm

শায়েস্তাগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছে এক ব্যবসায়ীর স্ত্রী। সবকিছু হারিয়ে গতকাল সোমবার দুপুরে আদালতে মামলা দায়ের করলেন রুমেল মিয়া নামের ওই ব্যবসায়ী। মামলার বিবরণে জানা যায়, শায়েস্তাগঞ্জ নিজগাও গ্রামের মকসুদ মিয়ার পুত্র ব্যবসায়ী রুমেল মিয়ার সাথে দুই বছর আগে রং নাম্বারে পরিচয় হয় চুনারুঘাট উপজেলার গুরামী গ্রামের আদম ব্যবসায়ী আব্দুল মতিনের কন্যা প্রাণ কোম্পানির শ্রমিক ফাহিমা আক্তার (২০) এর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। তাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে দুই পরিবারের মধ্যে বিয়ের আলাপ আলোচনা চলে। রুমেলের পরিবার খোজ নিয়ে জানতে পারে ফাহিমা আক্তারের ইতিপূর্বে আরও দুইটি বিয়ে হয়েছে। এ খবর শুনার পর রুমেলের পরিবার ফাহিমাকে পুত্রবধু করতে নারাজ। তবুও তাদের ভালোবাসকে চিরস্থায় ভাবে রূপান্তির করার জন্য ২০১৮ সালের ২০ নভেম্বর পালিয়ে গিয়ে হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ফাহিম ও রুমেল নিজগাও একটি বাসায় সংসার শুরু করে। দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এদিকে একা বাসাতে থাকার সুযোগে ফাহিমা পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি রুমেলের কাছে ধরা পড়লে ফাহিমা ও তার পরকীয়া প্রেমিক রুমেলকে মিথ্যা মামলা সাজিয়ে পুলিমের হাতে গ্রেফতার করিয়ে কারাগারে প্রেরণ করে। রুমেল কারাগারে থাকার সুযোগে ফাহিমা রুমেলের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ সবকিছু নিয়ে সম্প্রতি পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। গত ২ জুন রুমেল কারাগার থেকে বেরিয়ে বাড়িতে এসে বিষয়টি দেখে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। অবশেষে কোন বিচার না পেয়ে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.