,

খালেদার জামিন মঞ্জুর

সময় ডেস্ক ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল প্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ মে নির্ধারন করা হয়েছে। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের কার্যলয় থেকে বের হয়ে আদালতের দিকে রওনা দেওয়ার পর সকাল ১০.৩৫ মিনিটে হাজির হন তিনি। আদালতে পৌঁছানোর পর তার আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। খালেদা জিয়ার যখন আদালতে আসেন তখন তার সাথে গাড়িতে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা। এদিকে আদালত থেকে গুলশানে নিজ বাড়িতে যাবেন বলে জানিয়েছিলেন শায়রুল কবির খান। তাবে তার আইনজীবি জানিয়েছেন তিনি কোথায় যাবেন শুধু তিনিই জানেন। এর আগের বার গত ডিসেম্বর মাসে খালেদা জিয়া এই আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে হ্ট্টগোল বেধে যায়। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরান ঢাকা। গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের বছরপূতিকে কেন্দ্র করে এ বছরের ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন বিএনপি চেয়ারপারসন। এরপর ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে গিয়ে পুলিশি অবরোধের মুখে পড়ে সেখানেই অস্থান নেন তিনি। টানা ৯২ দিন সেখান থেকেই দলীয় বিষয়ে নির্দেশনা দিয়ে আসছিলেন খালেদা জিয়া। এবার এই কার্যলয় ছাড়াছেন তিনি। আদালতে হাজিরা দিয়ে ফিরবেন বাসায়, রাজনৈতিক কার্যালয়ে নয়। খালেদা জিয়ার এবারের হাজিরার দিন হরতাল দেয়নি বিএনপি। আওয়ামী লীগের অভিযোগ ছিল, হরতালের অজুহাতে আদালতে হাজিরা দিতে যান না খালেদা জিয়া। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সানাউল্লাহ। ৩ জানুয়ারি খালেদা জিয়াকে গুলশান ৮৬ নম্বর সড়কের কার্যালয়ে অবরুদ্ধ করে ফেলা হলেও কিছুদিন পর সেখান থেকে পুলিশ বেষ্টনী সরিয়ে ফেলা হয়। এরপর তিনি কার্যালয় ছাড়েননি, যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমালোচনা করতে ছাড়েননি। এর মধ্যে কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা তার সঙ্গে দেখা করতে যান। কিন্তু কার্যালয়ের ফটক খোলা হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দিনের পর দিন হাজিরা না দেওয়ায় গত ২৫ ফেব্র“য়ারি বিচারক খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আজ হাজিরা শুনানির দিন ধার্য রয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইবেন খালেদা জিয়া। জামিন পেলে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজায়’ ফিরবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.