স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে বেটারী চালিত টমটম। তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে যানজট। গতকাল মঙ্গলবার সকালে সহকারি পুলিশ সুপার ইবনে সাজ্জাদ, এস.আই ইন্দ্রনীল ও মিন্টু দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে থানার (৩য় পৃষ্ঠায় দেখুন) মোড় থেকে অর্ধ শতাধিক নাম্বারবিহীন টমটম আটক করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারের পরও টমটম মালিকরা রেজিস্ট্রেশন করেননি। এ কারণে অবৈধ টমটম আটক করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।
Leave a Reply