,

বানিয়াচংয়ে স্যানিটেশন মাস উদযাপন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতীয় স্যানেটেশন মাস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক আইডিপি ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশাল একটি র‌্যালী বানিয়াচংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা ও ব্র্যাক কর্মী মনি আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হাবিবুর রহমান, ব্র্যাক আইডিপি উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসীন উদ্দিন, জেলা ব্র্যাক প্রতিনিধি ফিরোজ কবির ভূইয়া, রিজওনাল ম্যানেজার ব্র্যাক ওয়াশ কর্মসূচী অনুকূল চন্দ্র কর, সেক্টর স্পেশালিস্ট সুভাষ বাড়ৈ, এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভূইয়া, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হারুন অর রশীদ, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও ওয়াশ কর্মসূচীর শাখা ব্যবস্থাপক শামীম আল মামুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.