,

বন্ধুকে হারালাম…… ড. মুহাম্মদ ইউনূস

সময় ডেস্ক : ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর। জামিলুর রেজা চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থাকতেন। আজ দুপুর বারোটায় তাঁর সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হবার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।
জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ। যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার উপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তাঁর জ্ঞানের গভীরতা অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তাঁর সততা প্রশ্নাতীত। যে কোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।
আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই।
মহান আল্লাহ তাঁকে চির শান্তিতে রাখুন।
(নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.