,

দেশে আক্রান্তের রেকর্ড, মৃত্যু আরো ২০জনের..

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নতুন ১ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ২০ জন। এ নিয়ে দেশে মোট ৩২ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫২ জন। মৃতদের মধ্যে, ১৬জন পুরুষ, এবং ৪ জন নারী। মারা যাওয়া ২০জনের মধ্যে ২ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং আরো ১জনের বয়স ৮১-৯০বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকার ৪ জন, চট্টগ্রামের ৮ জন, রংপুরের ২ জন, ময়মনসিংহের ২ জন, রাজশাহীর ২জন, সিলেটের ১জন, খুলনার ১জন।

আজ ২৩ মে (শনিবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ৪৭ টি ল্যাভ থেকে ১০ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং এ পর্যন্ত মোট ৬ হাজার ৪শত ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা । গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোন রোগী মারা যায় এরপর থেকে আজই সর্বোচ্ছ রেকর্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.