,

নবনির্বাচিত চেম্বার কমিটিকে হবিগঞ্জ ইনফো’র শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও নবনির্বাচিত কমিটিকে বৃহস্পতিবার দুপুর ২ টায় হবিগঞ্জ শহরের টাউনহলস্থ চেম্বার অব কমার্স কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের সর্ব প্রথম ও একমাত্র জেলাভিত্তিক বেসরকারি তথ্যভান্ডার হবিগঞ্জ ইনফো ডট কম। এসময় চেম্বার অব কমাসের্র নবনির্বাচিত কমিটির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম, দুলাল সুত্রধর, ফখরুল আলম বাবুল, ফজলে রাব্বী রাসেল, হেমায়েত উল্লাহ রিজু। হবিগঞ্জ ইনফোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদ, ইফতেখার আহমেদ ফাগুন, সীমান্ত দেব তূর্য, শাদমান ইসলাম নাবিল, অর্পিতা দেব সৃষ্টি, তারান্নুম জাহান তান্হা, পরাগ, ফারাবী, গালিব, সামিন, অর্ণব, তুলিপ। হবিগঞ্জ ইনফো কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে চেম্বার অব কমাসের্র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এবং অন্যান্য পরিচালকগণ হবিগঞ্জ ইনফোর কার্যক্রমের প্রশংসা ও সাধুবাদ জানান। উল্লেখ্য, গতবছর ৩১ আগষ্ট শাবিপ্রবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল হবিগঞ্জ ইনফো ডট কম ওয়েবসাইটটি উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.