,

উৎসবমুখর পরিবেশে বাহুবল মডেল প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত নূরুল ইসলাম নূর সভাপতি, শামছুদ্দিন সম্পাদক

বাহুবল প্রতিনিধি ॥ উৎসব মুখর পরিবেশে বাহুবল মডেল প্রেসক্লাব-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৩ জন ভোটারের মধ্যে ৪২ জন নিজেদের  ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে দেখা সভাপতি পদে নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি পদে মোঃ নূরুল আমীন ও মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম. শামছুদ্দিন সর্বোচ্চ ৩৫ ভোট, যুগ্ম-সম্পাদক পদে সাইফুর রহমান জুয়েল ৩২ ও এফ.আর হারিছ ৩০ ভোট পেয়ে, অর্থ ও দপ্তর সম্পাদক পদে এম.এ মজিদ তালুকদার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মোঃ আজিজুল হক সেলিম ও দিদার এলাহী সাজু সমান সংখ্যক ২১টি ভোট পান। পরে দিদার এলাহী সাজু নির্বাচন কমিশনের সমঝোতা প্রস্থাবে সাড়া দিয়ে মোঃ আজিজুল হক সেলিমকে পদটি ছেড়ে দেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এম. সেলিম আহমদ আখনজী ৩৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ ২৭ ভোট এবং নির্বাহী সদস্য পদে সিদ্দিকুর রহমান মাসুম ৩১ ভোট, সাজিদুর রহমান ৩০ ভোট ও মোঃ নজরুল ইসলাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী এস.এম ফারুক ইমাম। সকাল সাড়ে ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ নূরুল ইসলাম মনি, নির্বাচন কমিশনার সমুজ আলী রানা ও এম.এ জব্বার ফুল মিয়া পর্যায়ক্রমে ভোট প্রদান করে ভোটগ্রহণ কার্যক্রমের সূচনা করেন। এ ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ আহমদ, হবিগঞ্জ বারের সদস্য এডভোকেট রমিজ আলী, জেলা জাপা নেতা এম.এ জলিল তালুকদার, এ.টি.এন বাংলার জেলা প্রতিনিধি এম.এ হালিম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল-রনি, চুনারুঘাট প্রেসক্লাব সদস্য হাছন আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কামরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, এ.টি.এম সালাম, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, এম.এ আহমদ আজাদ ও মহিবুর রহমান তছনু প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.