,

বাহুবলে বড়গাঁও গ্রামবাসীর সাথে এম.পি কেয়া চৌধুরীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন, বাহুবল উপজেলার বড়গাঁওয়ে জ্বলবে বিদ্যুতের আলো থাকবে না অন্ধকার, সংস্কার হবে রাস্তাঘাট এবং মসজিদ, মাদ্রাসা, মক্তব, কমিউনিটি হাসাপাতালের উন্নয়ন হবে। তিনি বলেন, আমি শুধু বড়গাঁও নয় বিভিন্ন এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। জনসাধারণের পাশে সব সময় আছি  ভবিষ্যতেও থাকব। পর্যায়ক্রমে সকলস্থানে উন্নয়ন পৌছানোর চেষ্টা করছি। তাতে করে জনসাধারণ উপকৃত হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে বাহুবল, নবীগঞ্জসহ বিভিন্নস্থানের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, নলকূপ বসানো ছাড়াও নানা ক্ষেত্রে বরাদ্ধ এনে উন্নয়ন করছি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি। তিনি গতকাল বাহুবল উপজেলার বড়গাঁও দণিক্ষপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাঁর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত স্থানগুলো চিহ্নিত করে আমাকে বলুন, আমি সেখানে গিয়ে উন্নয়ন করার চেষ্টা করব। আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সেলিম মিয়ার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, প্রভাষক আফতাব উদ্দিন, আলাউর রহমান চৌধুরী, মাওঃ আব্দুল হাসিম, অমিরন চন্দ্র দেব, ইউনিয়ন সভাপতি শাহেদ চৌধুরী, ফরিদ চৌধুরী, আবব্দুর রহমান প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.