,

বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ ॥ আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃন্দাবন সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে ৩ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌছে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর মিয়ার সাথে একই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রলীগ কর্মী সাজন ও ইবানের বিরোধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি কলেজ ক্যাম্পাসে পাল্টাপাল্টি মহড়া দেয়া দুই গ্র“প। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে মহড়া দেয়ার সময় ধারালো অস্ত্রহাতে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের্র ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীরসহ কমপক্ষে ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘষের্র খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, এসআই ইকবাল বাহার, এসআই ইন্দ্রনীল ভট্টচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌছে তাদেরকে ধাওয়া করে। এ সময় সংঘর্ষে জড়িতরা চাপাতি, রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.