,

নবীগঞ্জ-বাহুবলবাসীর ঋণ শোধ হবার নয় ফরিদগাজী স্মৃতি সংসদের পরিচিতি সভায় শাহ নেওয়াজ মিলাদ গাজী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে মরহুম দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের পরিচিতি সভায় আলহাজ্ব শাহ নেওয়াজ গাজী মিলাদ বলেন, আমার বাবাকে নবীগঞ্জ বাহুবলের লোকজন বার বার বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নবীগঞ্জ বাহুবলবাসীর এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। এতে তিনি এম.পি, মন্ত্রী হয়ে সাধারন মানুষ ও দেশের সেবায় নিজের জীবন কাঠিয়ে গেছেন। আমার বাবা যে ভাবে আপনাদের পাশে থেকে মাঠি ও মানুষের কল্যানে কাজ করেছেন তেমনী সুখে দুঃখে আপনাদের পাশে নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে আমি কাজ করতে চাই। তাই বঙ্গবন্ধুর আর্দশের স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার কাজ করছে। এতে সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগীতা কামনা করেন তিনি। গত শনিবার বিকালে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর আন্তঃজেলা বাস স্ট্যান্ডে মরহুম দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের পরিচিতি সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ফরিদ গাজী স্মৃতি সংসদের আহবায়ক মোঃ রুহেল আহমেদের সভাপতিত্বে আওয়ামীলীগ  ও ফরিদ গাজী স্মৃতি সংসদ নেতা লোকমান খানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ইকরাম চৌধুরী, ফরিদ গাজী স্মৃতি সংসদ ও যুবলীগ নেতা শেখ রাসেল শরিফ, রুবেল আবির, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা রুবেল মিয়া, পৌর যুবলীগ ও ফরিদ গাজী স্মৃতি সংসদ নেতা আরাফাত চৌধুরী, অনু আহমদ, কদ্দুস মিয়া, সামছুদ্দিন জনি, মামুন আহমেদ, কালাম মিয়া, হেলাল আহমদ, রুবেল মিয়া, শাহান আহমেদ, মুস্তাক মিয়া, সেলিম মিয়া, শাহাব উদ্দিন, জনি আহমেদ, ইব্রাহীম, কামাল প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.