March 23, 2025, 4:50 am

হবগিঞ্জ সদর হাসপাতালে আরও ২ শশিুর মৃত্যু ॥

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও ডাক্তার আবু সুফিয়ানের অবহেলায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে রোগীর অভিভাবকদের সাথে হাসপাতালের স্টাফদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জানাযায়, গত মঙ্গলবার রাত ৯টার সময় ও রাত ১২টার সময় দুই শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়। অবস্থা অবনতি হলে জরুরী বিভাগের ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সুফিয়ানের কাছে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মতে রোগীর অভিবাভক আবু সুফিয়ানের চেম্বারে গেলে তিনি বলেন রাতে হাসপাতালে গিয়ে রোগী দেখিনা। যদি প্রয়োজন হয় তাহলে শিশুদেরকে আমার চেম্বারে নিয়ে আসেন। রোগীর অভিবাভকরা জানান বহু আকুতি মিনতি করার পরও পাষাণ ডাক্তারের হৃদয়ে ঠনক নড়েনি। অবশেষে তার কথা মত চেম্বারে নিয়ে আসার সময় ওই দুই শিশুর শরীর নিস্তেজ হয়ে যায়। জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হল বানিয়াচং সদরের আব্দুল হান্নানের কন্যা ৩ মাসের শিশু ঝুমা ও লাখাই উপজেলার বামৈ গ্রামের জজ মিয়ার পুত্র নবজাতক। আব্দুল হান্নান ও জজ মিয়া আমাদের প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, ডাঃ আবু সুফিয়ানের অবহেলার কারণে তার শিশুর মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে আমরা  আদালতের শরনাপন্ন হবো এবং  ভূল চিকিৎসা ও অবহেলার কারনে শিশু মৃত্যূর বিচার চাইব। উল্লেখ্য গত ১ সপ্তাহে বেশ কয়েকটি শিশু আবু সুফিয়ানের অবহেলার কারণে মারা যাওয়ায়, সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। তার চিকিৎসার অবহেলার কারণে ১ সপ্তাহে ৪ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এরপরও তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত রয়েছেন। অনেকেই মন্তব্য করছেন তার খুটির জোর কোথায়? অভিযোগ রয়েছে তিনি ইচ্ছামাফিক হাসপাতালে আসেন এবং যান। সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে দালালদের মাধ্যমে তার চেম্বারে নিয়ে রোগীদের চিকিৎসা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.