হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বত্তের হামলায় একই পরিবারের মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় রিক্সা চালক তমিজ আলী (৩৫) তার মা খোদেজা বিবি (৭০) ও স্ত্রী শরিফা বেগম (২৫) কে হবিগঞ্জ সদর আধনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শহীদ মিয়া (৩০), রফিক মিয়া (২৫)সহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তমিজ আলীর ঘরে হামলা চালায়। এ সময় তারা বাধা দিলে তাদের পিঠিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
Leave a Reply