,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্য্যপূর্ন দিন। ওই দিন সিপাহী জনতার সংহতি না হলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। এই বিপ্লবের মাধ্যমে বাকশালী শক্তির সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। ওই দিন তৎকালীন সেনা প্রধান শহীদ জিয়া দেশকে এক অচলাবস্থা থেকে রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি গনতান্ত্রিক দেশ হিসেবে মাথা উচুঁ করে দাড়িয়েছে। মেয়র বলেন- বাংলাদেশের ইতিহাস লিখতে হলে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতিকে বাদ দিয়ে তা সম্ভব নয়। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে। তিনি বলেন- কোন কারনে দেশের গণতন্ত্র বিপন্ন হলে এর দায়ভার আওয়ামীলীগকেই নিতে হবে। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির এক আলোচনা সভায় এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধার পর দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট শামছু মিয়া চৌধুরী ও এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক এম. ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম বজলুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, এডভোকেট আব্দুল কাদির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, ওয়াহিদুর রহমান, সোহেল এ. চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, সোহেল খান, মখলিছুর রহমান, লিটন আহমেদ, কাওছার আহমেদ, শফিকুল ইসলাম, কাওছার আহমেদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.