,

বানিয়াচংয়ে দরিদ্র লোকজনের মাঝে ত্রাণ বণ্ঠন অব্যাহত

এস এম খোকন : বানিয়াচংয়ে করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দরিদ্র লোকজনের মাঝে সরকারি ত্রাণ বণ্ঠন অব্যাহত রয়েছে। বানিয়াচং উপজেলা সদরের ৪ টি ইউনিয়নসহ ১৫ টি ইউনিয়নে ত্রান বণ্ঠন করে চলেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, টমটম ড্রাইভার, লন্ডি শ্রমিক, সেলুন শ্রমিক, তৃতীয় লীঙ্গ, কৃষি শ্রমিকসহ দরিদ্র লোকজনদের মাঝে ত্রাণের চাল,আলু,সোয়াবিন তৈল ও শুকনো খাবার বণ্ঠন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের তথ্য অনুযায়ী এপর্যন্ত উপজেলার ১৪ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল (রবিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপস্থিত থেকে ত্রাণ বণ্ঠন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ অন্যরা। ত্রাণ বণ্ঠন কালে আবুল কাশেম চৌধুরী বলেছেন উপজেলার
দরিদ্র মানুষের পেটে ক্ষুদা রেখে করোনা ভাইরাসের ভয়ে আমি ঘরে বসে থাকবো না । প্রতিনিয়ত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ত্রাণ বণ্ঠন করে যাবো। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো।


     এই বিভাগের আরো খবর