,

হবিগঞ্জে সাংবাদিকের পিতাসহ ৩ জনকে পিটিয়ে আহত

থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে সাংবাদিকের পিতা ও ২ শিশুকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল ২৬এপ্রিল (রবিবার) দুপুরে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২৫এপ্রিল (শনিবার) দুপুরে গাজা সেবনে বাধা দেয়ার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায় । বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার শিমুলঘর গ্রামের মৃত আবু লাল মোল্লার পুত্র মো: খছরু মিয়া মোল্লা নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি স্থানীয় হাসপাতাল এলাকার নির্জন স্থানে পার্শবর্তী বাসিন্দা মৃত কালু মিয়ার পুত্র মো: ফজলু মিয়াকে গাজা সেবন করতে দেখতে পেয়ে বাধা দেন। তখন বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্র্যায়ে বিষয়টির জের ধরে বিকেলে ফজলু মিয়া তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খছরু মিয়া মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে
বাধা দিলে উল্লেখিতরা সাংবাদিক এম.এ কাদেরের পিতা গাজী মিয়া মোল্লাসহ ৩ জনকে পিটিয়ে আহত করে। ্ধসঢ়;এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন গাজী মিয়া মোল্লা (৬০), খাইরুল মিয়া (১৫) ও আনিছ মিয়া (১২)কে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার দুপুরে খছরু মিয়া মোল্লা বাদি হয়ে ফজলু মিয়া, সাজু মিয়া, অলি মিয়া ও কবির মিয়াকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন জানান, এ বিষয়ে খোজ খবর নিয়ে তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর