,

আজমিরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, আটক ১

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানে সারা বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষদের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরন করা হয়। সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জেও এই কর্মসূচির আওতায় সরকারী চাল বিতরন করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে উক্ত কর্মসূচির চাল স্থানীয়ভাবে ডিলার নিয়ে অসহায় মানুষদের ঠকিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে। গতকাল সোমবার বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের চৌধুরী বাজারে একটি ঘরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল (৩০) কেজি ও সরকারী সিলসহ ১০৭টি খালি বস্তা উদ্ধার করেন। অভিযানের সময় রুকু মিয়া ৫৫, গ্রাম-যশকেশরী,শিবাপাশা নামের একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। অভিযানে উদ্ধারকৃত চাল জব্দ করা হয়। আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, গোপনসূত্রে খবর পেয়ে আমি তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করে মজুদকৃত চাল জব্দ করি,এবং একজনকে আটক করি। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করার চেস্টা করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।


     এই বিভাগের আরো খবর