,

আমেরিকায় থ্যাংকস গিভিং ডেতে করোনায় আক্রান্ত ৯০ হাজার

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন ॥ থ্যাংকস গিভিং ডেতে করোনাভাইরাসে প্রায় ৯০ হাজার আমেরিকান আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবছরের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবরের দ্বিতীয় সোমবার কানাডায় থ্যাংকস গিভিং ডে পালন করা হয়। ঐতিহাসিকভাবে থ্যাংকস গিভিং ডেতে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপন করেন তারা। থ্যাংকস গিভিং ডের মূল উদ্দেশ্য, পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ সবাই একত্র হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য দেশ ও জাতির সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ভবিষ্যদ্বাণী অনুসারে, আগামী চার সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। মূলত থ্যাংকস গিভিং ডেতে বিপুলসংখ্যক লোকের উপস্থিতির কারণেই এমনটা হতে পারে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৬৩ হাজার ৪১৭ জন মৃত্যুবরণ করেছেন।


     এই বিভাগের আরো খবর