,

অবশেষে ঢাকা প্লাটুন মাশরাফি

সময় ডেস্ক ॥ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে মাশরাফি মুর্তজা। ওয়ানডে অধিনায়ককে মাঠে দেখার অপেক্ষা হয়তো আরও বাড়ছে। নতুন আঙ্গিকে ডিসেম্বরে হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের প্রথম দফায় অবিক্রীত তিনি। তবে ষষ্ঠ রাউন্ডে এসে তাকে দলে ভেরায় ঢাকা প্লাটুন। গত রবিবার হোটেল র‌্যাডিসনে সন্ধ্যা ৬টায় এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। যেখানে প্রথম দফায় দুইবারের ডাকে মাশরাফিকে নেয়নি কোনও দলই। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত সময়ের প্রায় পঞ্চাশ মিনিট পর শুরু হওয়া বিপিএল প্লোয়ার্স ড্রাফটের প্রথম সেট শেষে দুইজন করে স্থানীয় খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ পেয়েছে অংশগ্রহণকারী দলগুলো। যেখানে ‘সি’ গ্রেড থেকেও খেলোয়াড় দলে নেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর