,

Bangladesh wicketkeeper Nurul Hasan fields a ball during the one day warm-up match between Sri Lanka President's XI and Bangladesh at The Colombo Cricket Club Stadium in Colombo on March 22, 2017. Bangladesh and Sri Lanka will play the first of three One-Day Internationals (ODI) at the Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on March 25. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

ভারতের সাথে শুরুতেই ৪ উইকেট শেষ বাংলাদেশের

সময় ডেস্ক ॥ গোধূলি বেলায় ৫৮ রানে হুট করে ৫ উইকেট হারায় ভারত। অলআউট এড়াতে কোহলিরা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংস থেকে ২৪১ রানের লিড নেয় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে গেছে বাংলাদেশ। সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশ ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭ রানে ব্যাট করছে। সাদমানের পর মুমিনুল হক শূন্য করে আউট হন। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন যথাক্রমে ৫ ও ৬ রান করে ফিরে গেছেন। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ ক্রিজে আছেন। এর আগে প্রথম ইনিংসেও ডাক মারেন মুমিনুল। এর আগে টস জিতে ব্যাট করা বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়। প্রথম দিন ৩ উইকেটে ১৭৪ রান তুলে ফেলে ভারত। লিড নেয় ৬৮ রানের। দ্বিতীয় দিন কোহলি-রাহানের ব্যাটে ছুটতে থাকে ভারত। রাহানে ফিরে যান ৫১ রান করে। এরপর কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির তুলে নিয়ে ১৩৬ রানে ইবাদতের বলে আউট হন। কোহলি ফেরার পর দ্রুত পাঁচ উইকেট হারায় ভারত। রবিন্দ্র জাদেজা ১২ রান করেন। অশ্বিন ফিরে যান ৯ রান করে। ইশান্ত শর্মা ও উমেশ যাদব কোন রান করতে পারেননি। ঋদ্ধিমান সাহা ১৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথমদিন ৫৫ রানে আউট হন চেতেশ্বর পূজারা। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা যথাক্রমে ১৪ ও ২১ রানে আউট হন। গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে ভারতীয় পেসারদের তোপে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। শুরুর ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম ডাক মেরে ফেরেন। ওপেনার সাদমান ইসলাম প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। প্রথম ইনিংসে ইশান্ত ইর্শা নেন পাঁচ উইকেট।


     এই বিভাগের আরো খবর