,

ওভারে ৫ উইকেট শিকারের ইতিহাস গড়লেন মিঠুন

সময় ডেস্ক ॥ এক ওভারে ৫ উইকেট শিকারের অনন্য নজির স্থাপন করলেন ভারতীয় পেসার অভিমন্য মিঠুন। গত শুক্রবার ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে দারুণ এই কীর্তি গড়েন মিঠুন। ভারতীয় এই পেসার এক ওভারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এমন নজির স্থাপন করেছেন বাংলাদেশ দলের তারকা পেসার আল-আমিন হোসেন। ২০১৩ সালে বিজয় দিবস কাপে বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন পেসার আল আমিন। সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে প্রথম তিন বলে উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও উইকেট নেন তিনি। পঞ্চম বলে দেন এক রান। আর শেষ বলে আবারও উইকেট তুলে নেন মিঠুন।


     এই বিভাগের আরো খবর