,

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল পেলেন ‘হবিগঞ্জের’ হামজা

সময় ডেস্ক ॥ বাংলাদেশের ফুটবলের অবস্থা যেখানে করুণ থেকে করুণতম হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ দাপিয়ে বেড়াচ্ছেন। পেশাদার ক্যারিয়ার শুরু হওয়ার পর কখনো গোল করা হয়ে ওঠেনি লেস্টার সিটির এই তারকার। অবশেষে বুধবার রাতে সেই আক্ষেপ কাটল তার। বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে হামজা নিজের প্রথম গোল করে ফেলেছেন। ২০১৭ সালে অভিষেক হয়েছিল হামজার। এখনও প্রায়ই তাকে একাদশে দেখা যায়। দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে। অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলেছেন। তারপরেও গোল করতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে। অবশ্য, দুই সেন্টারব্যাকের মধ্যে থেকে দলের রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকা হামজার গোল বেশি থাকারও কথা নয়। লিগে অভিষেকের পর ৩৬ ম্যাচ খেলেছেন। পেশাদার ক্যারিয়ারের ৩৭ তম ম্যাচে এসে পেয়ে গেলেন প্রথম গোল। ম্যাচে বাকি দুই গোল করেছেন আরেক ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও স্প্যানিশ উইঙ্গার আয়োজে পেরেজের। দলের হয়ে শেষ গোলটি হামজার। ৮৭ মিনিটে গোলের প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া জোরালো এক শটে চমৎকার বল জালে জড়িয়ে দেন তিনি। একেবারে দেখার মতো গোল। ঝাঁকড়া চুলের হামজা এখন ইংলিশ যুব দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। অনূর্ধ্ব-২১ দলে খেলা মানে মূল জাতীয় দল থেকে এক পা দূরে দাঁড়িয়ে আছেন ‘বাংলাদেশের’ হামজা। জন্ম বাংলাদেশে না হলেও বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন। বাংলাদেশে তাঁদের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। ছয় মাস বয়স থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে যাতায়াত শুরু হয় হামজার। তাঁর দেওয়া তথ্যমতে, বাংলাদেশে আসা হয়েছে ২০ বারের মতো। সর্বশেষ এসেছিলেন চার বছর আগে। পেশাদার খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর চাপ বেড়ে যাওয়ায় আপাতত বাংলাদেশে আসা-যাওয়া কম।


     এই বিভাগের আরো খবর