,

মেসি, কোহলিদের থেকেও এগিয়ে এলিসে পেরি!

সময় ডেস্ক ॥ ২০১৯ সালে আবার ফিফা বর্ষসেরা হয়েছেন মেসি। দশকের সেরা টেস্ট ও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। দুজনের খবরই শিরোনাম হয়েছে সারা বিশ্বে। কিন্তু সাফল্যে পিছিয়ে না থাকলেও এলিসে পেরিকে নিয়ে একটুও মাতামাতি নেই কেন? এমন প্রশ্ন বিশ্বজুরে। এলিসে পেরি এখন শুধুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে এ পর্যন্ত ৮ টেস্ট খেলে ৭৮ গড়ে করেছেন ৬২৪ রান। ১৮ দশমিক ১৯ গড়ে নিয়েছেন ৩১ উইকেট। ১১২ ওয়ানডেতে ৫২ দশমিক ১০ গড়ে রান ৩ হাজার ২২ রান আর ২৪ দশমিক ২৯ গড়ে উইকেট ১৫২টি। টি-টোয়েন্টিতেও হাসে বল-ব্যাট। সেখানে ১১১ ম্যাচে ৩০ দশমিক ৫৮ গড়ে এক হাজার ১০১ রান, ১৯ দশমিক ৩৬ গড়ে ১০১ উইকেট। তিন ফরমেটে এমন অলরাউন্ড পারফর্ম্যান্স আছে তার। ২০০৭ সালের ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তারপর থেকে অনেক কিছুই অর্জন করেছেন। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ২০১৩ সালেটি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভূমিকা রেখেছেন তিনবার (২০১২, ২০১৪ ও ২০১৮)। চারটি বিশ্বকাপ ট্রফি জয়ে ভূমিকা রাখেন তিনি। মেসি, কোহলিদের থেকেও এগিয়ে এলিসে পেরি! ২০১৯ সালে নারীদের বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার এলিসে পেরি। বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও তাকে না রেখে পারেনি আইসিসি। শুধু তাই নয়, বিরাট কোহলির মতো তিনিও সুযোগ পেয়েছেন দশকের সেরা একাদশে।


     এই বিভাগের আরো খবর