,

এক ওভারে ৬ ছক্কা কিউই ব্যাটসম্যানের

সময় ডেস্ক ॥ নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লীগে এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন কিউই ব্যাটসম্যান লিও কার্টার। ক্রিকেট ইতিহাসের সপ্তম পুরুষ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। আর টি-টোয়েন্টিতে চতুর্থ। সুপার স্ম্যাশ নামে পরিচিত নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লীগে র্নর্দান নাইটসের দেয়া ২১৯ রান ৭ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ক্যান্টাবুরি। ২৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান লিও কার্টার ৭ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৯ বলে ৭০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কিউই অলরাউন্ডার অ্যান্ট ডেভসিচকে ইনিংসের ১৬তম ওভারে ছয়টি ছক্কা হাঁকান কার্টার। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ বলে ছয় ছক্কা হাঁকান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন ২০১৯-এ অবসরে যাওয়া যুবরাজ সিং। এছাড়া দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে রস হুইটলি এবং ২০১৮তে আফগানিস্তান প্রিমিয়ার লিগে হজরত-উল্লাহ জাজাই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ছয় ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে অনন্য রেকডের্র মালিক হন তিনি।


     এই বিভাগের আরো খবর