,

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দলে ফিরলেন শোয়েব-হাফিজ

সময় ডেস্ক ॥ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজালো পাকিস্তান। এর আগে সরফরাজ দলে ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছিল পাকিস্তানি গণমাধ্যম। দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে। ব্যাট হাতে তুখোড় ফর্মে রয়েছেন শোয়েব মালিক। বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের জার্সি গায়ে শোয়েব মালিকের সংগ্রহ ৪৪৬ রান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিসবাহ উল হক। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে তিন দফায় যেতে রাজি হয়েছে বাংলাদেশ। প্রথম দফায় আগামী ২৪, ২৫ ও ২৭ শে জানুয়ারি লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তান টি-টোয়েন্টি দল, বাবর আজম (অধিনায়ক), এহসান আলী, আম্মাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।


     এই বিভাগের আরো খবর